মুজিব আদর্শের জীবন্ত ধারক শেখ তজমুল আলী চেয়ারম্যান

শেখ এফ এইচ ফারহান  :  স্বাধীনতা ও মুজিব চেতনা- এ দুটো শব্দতেই যেন পূর্ণতা পায় একটি বাংলাদেশ। ৬৬’র মুক্তির সনদ, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন থেকে শুরু করে ৭১’র মহান মুক্তিযুদ্ধ ; সবই একই সূত্রে গাথা। মুক্তিকামী জনগোষ্ঠীর মুক্তির তৃপ্তি লাভে যে রাজনৈতিক সংগঠনটির কথা না বললেই নয়, সেটি হচ্ছে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অন্যতম প্রতিফলক বাংলাদেশ আওয়ামী লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী এবং স্বাধীন বাংলা পুনঃনির্মাণে দেশের প্রত্যন্ত অঞ্চলে নের্তৃত্ব দানকারী নেতারাই ছিলেন বঙ্গবন্ধুর আস্থা অর্জনকারী তৃণমূল আওয়ামী লীগ। দুর্যোগে-সংকটে সেই ত্যাগী নেতাদের ধরে রাখা … Continue reading মুজিব আদর্শের জীবন্ত ধারক শেখ তজমুল আলী চেয়ারম্যান